ল্যান্ডিং পেজ কি?
“ল্যান্ডিং পেজ হলো এমন একটি ওয়েব পেজ যেখানে কেউ কোনো বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া পোস্ট, বা সার্চ রেজাল্টে ক্লিক করার পর সরাসরি এসে পৌঁছায় — অর্থাৎ এটি ভিজিটরের প্রথম গন্তব্য যেখানে তাকে নির্দিষ্ট একটি পদক্ষেপ নিতে উৎসাহিত করা হয়।”
ল্যান্ডিং পেজ কি?
“ল্যান্ডিং পেজ হলো এমন একটি ওয়েব পেজ যেখানে কেউ কোনো বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া পোস্ট, বা সার্চ রেজাল্টে ক্লিক করার পর সরাসরি এসে পৌঁছায় — অর্থাৎ এটি ভিজিটরের প্রথম গন্তব্য যেখানে তাকে নির্দিষ্ট একটি পদক্ষেপ নিতে উৎসাহিত করা হয়।”
কেন ল্যান্ডিং পেজ প্রয়োজন?
ফেসবুকের অ্যালগোরিদম আসলে কীভাবে কাজ করে, সেটা ভালোভাবে বুঝলেই বোঝা যায় কেন একটি ল্যান্ডিং পেজ থাকা এত জরুরি।
যেসব ব্যবহারকারী শুধুমাত্র বিভিন্ন পেজের ইনবক্সে মেসেজ পাঠিয়ে তথ্য জানতে চান, ফেসবুক তাদের একটি নির্দিষ্ট গ্রুপ বা সেগমেন্টে রাখে।
অন্যদিকে, যারা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে গিয়ে সরাসরি অর্ডার করেন বা কোনো অ্যাকশন নেন, তাদের জন্য ফেসবুক আলাদা অডিয়েন্স ডেটা তৈরি করে।
ফলাফল হিসেবে, ফেসবুক সহজেই বুঝতে পারে কোন গ্রাহক কেনার সম্ভাবনাময় (buyer intent audience) — আর এখানেই ল্যান্ডিং পেজের গুরুত্ব সবচেয়ে বেশি।
সিদ্ধান্ত আপনার, মেসেজ এর রিপ্লাই দিবেন নাকি সেল জেনারেট করবেন?
একটি ল্যান্ডিং পেজ থাকলে আপনি যে সুবিধাগুলো পাবেন:
- সার্ভার সাইড ট্র্যাকিং সহ পিক্সেল সেটাপ করে এড রান করে প্রচুর সেল করতে পারবেন
- যারা ওয়েবসাইটে এসে ফুট প্রিন্ট রেখে চলে গেছে তাদের রিটাগেটিং করে আপনার সেলকে অনেক বাড়াতে পারবেন
- অর্ডার সহজে ম্যানেজ করতে পারবেন
- অটোম্যাটিক সেল হতে থাকবে
- স্টিডফাস্ট, পাঠাও কুরিয়ারে এক ক্লিকে অর্ডার ডিটেইল অটোমেটিক এন্ট্রি
- স্টক ম্যানেজ করার সুবিধাও থাকছে
- ইনভয়েস প্রিন্ট / ডাউনলোড
- তাছাড়া প্রয়োজনীয় সকল ফিচার ইনবিল্ট করা হয়ে থাকে
কেন ল্যান্ডিং পেজ প্রয়োজন?
ফেসবুকের অ্যালগোরিদম আসলে কীভাবে কাজ করে, সেটা ভালোভাবে বুঝলেই বোঝা যায় কেন একটি ল্যান্ডিং পেজ থাকা এত জরুরি।
যেসব ব্যবহারকারী শুধুমাত্র বিভিন্ন পেজের ইনবক্সে মেসেজ পাঠিয়ে তথ্য জানতে চান, ফেসবুক তাদের একটি নির্দিষ্ট গ্রুপ বা সেগমেন্টে রাখে।
অন্যদিকে, যারা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে গিয়ে সরাসরি অর্ডার করেন বা কোনো অ্যাকশন নেন, তাদের জন্য ফেসবুক আলাদা অডিয়েন্স ডেটা তৈরি করে।
ফলাফল হিসেবে, ফেসবুক সহজেই বুঝতে পারে কোন গ্রাহক কেনার সম্ভাবনাময় (buyer intent audience) — আর এখানেই ল্যান্ডিং পেজের গুরুত্ব সবচেয়ে বেশি।
সিদ্ধান্ত আপনার, মেসেজ এর রিপ্লাই দিবেন নাকি সেল জেনারেট করবেন?
একটি ল্যান্ডিং পেজ থাকলে আপনি যে সুবিধাগুলো পাবেন:
- সার্ভার সাইড ট্র্যাকিং সহ পিক্সেল সেটাপ করে এড রান করে প্রচুর সেল করতে পারবেন
- যারা ওয়েবসাইটে এসে ফুট প্রিন্ট রেখে চলে গেছে তাদের রিটাগেটিং করে আপনার সেলকে অনেক বাড়াতে পারবেন
- অর্ডার সহজে ম্যানেজ করতে পারবেন
- অটোম্যাটিক সেল হতে থাকবে
- স্টিডফাস্ট, পাঠাও কুরিয়ারে এক ক্লিকে অর্ডার ডিটেইল অটোমেটিক এন্ট্রি
- স্টক ম্যানেজ করার সুবিধাও থাকছে
- ইনভয়েস প্রিন্ট / ডাউনলোড
- তাছাড়া প্রয়োজনীয় সকল ফিচার ইনবিল্ট করা হয়ে থাকে
ল্যান্ডিং পেজের খরচ কত হবে?
সহজ, সাশ্রয়ী এবং কার্যকর প্রাইসিং
ডোমেইন হোস্টিং না থাকলে খরচ হবে
৭,০০০ টাকা
ডোমেইন হোস্টিং থাকলে খরচ হবে
৫,০০০ টাকা
ল্যান্ডিং পেজের খরচ কত হবে?
সহজ, সাশ্রয়ী এবং কার্যকর প্রাইসিং